ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে এসআই বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে এসআই বরখাস্ত

ঢাকা: ছাত্রীকে হয়রানী ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে রাজধানীর আদাবর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রতন কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে তাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করে তেজগাঁও পুলিশ।



তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বাংলানিউজকে বলেন, এসআই রতনের বিরুদ্ধে ছাত্রী হয়রানি ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগের কথা শুনেছি। ঘটনা শোনার পরপরই রোববার (৩১ জানুয়ারি) রাত ১১টায় তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে।

পুরো বিষয়টি জানতে পেরে সোমবার দুপুরে তাকে সাময়িক বরখাস্তের (সাসপেন্ড) আদেশ দেওয়া হয়েছে।

ডিসি আরো বলেন, ব্যক্তির দায় বাহিনী নেবে না। অপরাধ করলে তার শাস্তি পেতে হবেই। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পরিদর্শক (এডিসি) আনিসুজ্জামানকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি) হাফিজ আল ফারুক।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।   

পরবর্তী নির্দেশনা ও তদন্ত রিপোর্ট না হওয়া পর্যন্ত অভিযুক্ত এসআই রতন কুমার কাজে যোগদান করতে পারবেন না বলেও জানান তিনি।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, রোববার (৩১ জানুয়ারি) বিকেলে মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে আশা ইউনিভার্সিটির এক ছাত্রীকে হেনস্তা করার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই ছাত্রীকে রিকশা থেকে জোর করে নামিয়ে একটি দোকানের ভেতরে নিয়ে ইয়াবা ব্যবসায়ী বানানোর অপচেষ্টাও চালান এসআই রতন।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসজেএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।