ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ‘ভিশন ২০২০ কমিটি গঠন’ উপলক্ষে কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
শরীয়তপুরে ‘ভিশন ২০২০ কমিটি গঠন’ উপলক্ষে কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শরীয়তপুর: শরীয়তপুর জেলায় ‘জেলা ভিশন ২০২০ কমিটি গঠন’ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।



স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল আই কেয়ার কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মসিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল আই কেয়ারের লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এহসান শাহ, ন্যাশনাল আই কেয়ারের ডেপুটি ম্যানেজার অধ্যাপক শওকত আরা শাকুর, ন্যাশনাল আই কেয়ারের কনসালট্যান্ট ডা. বজলুর রহমান।

এছাড়া জেলা পরিবার পকিল্পনা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সহ জেলা ও উপজেলা কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা প্রশিক্ষণের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রাথমিক চক্ষু পরিচর্যার ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
পিসি







বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।