ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় ইউএনও অফিসে তালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
কোটালীপাড়ায় ইউএনও অফিসে তালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে পৌর মেয়রকে বের হতে বলায় ইউএনও অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে মেয়রের সমর্থকরা।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবিতে সেখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।

এ ব্যাপারে কোটালীপাড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, তিনি পরীক্ষা কেন্দ্রের একজন সদস্য এবং ওই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি। তার ছেলে পরীক্ষায় অংশগ্রহণ করছে। এ কারণে তিনি ওই কেন্দ্রে অবস্থান করছিলেন। সেখানে আরো অভিভাবকরাও ছিলেন। এ সময় ইউএনও সাহেব তাদের পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বললে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে তার সমর্থকরা ইউএনও’র অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লার হোসেন বলেন, মেয়রের ছেলে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এ কারণে তিনি কেন্দ্র অবস্থান করলে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই তাদের কেন্দ্রে না থাকার জন্য অনুরোধ করেছিলাম।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসের তালা খুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।