ঢাকা: প্রতি বছর ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (০১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি উত্থাপন করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সচিব জানান, প্রতি বছর মার্চ মাসের শেষ বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হতো। এটি করতে গিয়ে দেখা গেছে শেষের বৃহস্পতিবারটি ২৬ মার্চ হয়ে যাচ্ছে। বেশিরভাগ সময়ই তাই হচ্ছে। সে জন্য দিনটি সংশোধন করে ১০ মার্চ করা হয়েছে। এবার থেকে ১০ মার্চ পালিত হবে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।
দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণকে সচেতন করা।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এমইউএম/আইএ