ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা ছবি: প্রতীকী

ফেনী: দক্ষিণ আফ্রিকায় জুয়েল (৩৫) নামে বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।  
 
বাংলাদেশ সময় রোববার (০১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার রেইবার্গে এ ঘটনা ঘটে।


 
নিহত জুয়েল ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঁইয়া ইউনিয়নের মোমরিজ পুর গ্রামের সাদ্দাম ডাক্তার বাড়ির আবু তাহের আমানির ছেলে।
 
মাতুভূঁইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইসহাক জগলু এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, রোববার কাজ শেষে বাসায়  ফিরে বিশ্রাম নিচ্ছিলেন জুয়েল। এ সময় ১৫/২০জন সন্ত্রাসী তার বাসায় প্রবেশ করে। বাসার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জুয়েল বাধা দেয়।  
 
এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গলায় ও বুকে গুলি করে। গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়ার সময় জুয়েলের মৃত্যু হয় বলে জানান ইউপি চেয়ারম্যান।
 
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬   
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।