ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় স্ত্রী হত্যা দায়ে স্বামীর ফাঁসির আদেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
বরগুনায় স্ত্রী হত্যা দায়ে স্বামীর ফাঁসির আদেশ ছবি : প্রতীকী

বরগুনা: বরগুনায় রেলিমা (৪০) নামে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী আব্দুল লতিফ খানকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বারেকুজ্জামান ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ আদেশ দেন।



আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২২ জানুয়ারি রাতে বরগুনার বেতাগী উপজেলার চরখালী গ্রামের আব্দুল লতিফ খান নিজ ঘরে রেলিমাকে (৪০) কুপিয়ে হত্যা করে।

রেলিমার ভাই শাহ আলাম সিকদার বাদী হয়ে লতিফকে আসামি করে বেতাগী থানায় হত্যা মামলা দায়ের করেন।

বাদী পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ভুবন চন্দ্র হালদার বাংলানিউজকে বলেন, এ রায়ে আমরা খুশি হয়েছি। এ বিচারের মধ্য দিয়ে একটি পরিবার তাদের সন্তান হারানোর সঠিক বিচার পেল।

আসামিপক্ষের আইনজীবী বিমান কান্তি গুহ বাংলানিউজকে বলেন, আমরা এ মামলায় ন্যায্য বিচার পাইনি তাই উচ্চ আদালতে আপিল করবো। আদালত সাত কার্যদিবসের মধ্যে উচ্চ আদালতে আপিল করার অনুমতি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।