শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও ইউনিয়নের গহীন অরণ্য চেংবেড় এলাকার বরুঙ্গা কালা পানির পাহাড় ও এর আশপাশে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র ও প্রায় ৪৩ হাজার গুলি উদ্ধার করেছে র্যাব।
সোমবার (১ ফেব্রয়ারি) ভোর থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা অভিযান এসব অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম।
বিকেলে র্যাবের মিডিয়া উইং কমান্ডার মুক্তি মাহমুদ এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী চেংবেড় এলাকার গহীন বনে পাহাড় খুঁড়ে মেশিন গানের ২২ হাজার, এসএমজির ১৭ হাজার, প্লেন বিধ্বংসী দুই হাজারসহ আরো চার হাজার গুলি ও বিস্ফোরক, একটি একে-৪৭ রাইফেল, দু’টি ভারী মেশিন গান, প্লেন বিধ্বংসী মেশিন গান, দু’টি পিস্তল ও দু’টি এসএলআর উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
এসআই/জেডএম