খুলনা: খুলনায় মাসব্যাপী একুশে বই মেলা শুরু হয়েছে। সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় খুলনা বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএম ও সরকারি বিএল কলেজের অধ্যক্ষ গুলশান আরা বেগম।
এতে সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক নাজমুল আহসান।
এ সময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক ইতিহাসবিদ অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনী, মহিলা অধিদপ্তরের মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন, বিভাগীয় গণগ্রন্থাগারের উপ-পরিচালক হরেন্দ্র নাথ বসুসহ স্থানীয় কবি, লেখক, প্রকাশক, সাহিত্যিক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবারের মেলায় মোট ৭৩টি স্টল রয়েছে। এর মধ্যে কয়েকটি খাবারের স্টল রয়েছে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা জন সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
বইমেলা প্রাঙ্গণে প্রতিদিন আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রয়েছে সিসি ক্যামেরা। শিশুদের জন্য উপস্থিত বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি, চিত্রাংকন, সংগীত ও বইপাঠ প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এমআরএম/বিএস