ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মে মাসে ঢাকা-চট্টগ্রাম ফোর লেনের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
মে মাসে ঢাকা-চট্টগ্রাম ফোর লেনের উদ্বোধন

জাতীয় সংসদ ভবন থেকে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেন প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। আগামী মে মাসেই ঢাকা-চট্টগ্রামের ফোর লেন মহাসড়ক প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারবেন বলে সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।


 
সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজ ভান্ডারীর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
 
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেন প্রকল্পের ১৯২ কিলোমিটারের পুরোটাই শেষ হয়েছে। গত সপ্তাহে কাজ শেষ করেছি। আমি নিজেই গতকাল (রোববার) প্লেনের টিকিট বাতিল করে রাতে বাসে এসেছি, পথে পথে প্রকৌশলীদের দ্রুত ফিনিশিং লেয়ারের কাজ শেষ করার তাগিদ দিয়েছি।
 
ওবায়দুল কাদের বলেন, এ প্রকল্পে ২৫৪টি কালভার্ট, ১৪টি বাইপাস (৩২ কি.মি.) পথ রয়েছে। ফাস্ট লেয়ারের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে, এখন ফিনিশিং লেয়ারের কাজ চলছে। আশা করি মে মাস নাগাদ মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লোন উদ্বোধন করবেন।
 
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসএম/এমজেএফ

** সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি সংসদে
** ক্ষতিগ্রস্ত রাস্তার তালিকা চাইলেন মন্ত্রী
** পরিবার প্রতি গাড়ির সংখ্যা নির্ধারণের প্রস্তাব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।