লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে একসঙ্গে জন্ম হওয়া চার সন্তান ও মা এখন সুস্থ। জন্মের পর থেকে নয় দিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর তারা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।
সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে রায়পুর শহরের মাতৃছায়া প্রাইভেট হাসপাতাল থেকে তারা বাড়ি ফেরে। এ সময় পরিবারের সদস্যরা তাদের সঙ্গে ছিলেন।
হাসপাতালের পরিচালক আব্দুর রহমান তুহিন চৌধুরী মা ও শিশুদের হাসপাতাল ছেড়ে বাড়ি যাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
দায়িত্বরত চিকিৎসক শামিমা নাসরিন ও ইফতেখার উল হক খান জানান, প্রসূতি মা কাজল আক্তার ও তার জন্ম হওয়া চার সন্তান সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তাদের আর হাসপাতালে থাকতে হচ্ছে না। তবে, যে কোনো প্রয়োজনে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিতে বলা হয়েছে।
প্রসূতি মা কাজল আক্তার চার সন্তান নিয়ে বাড়ি যাওয়ার সময় চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত সবার কাছে নিজের ও সন্তানদের জন্য দোয়া চান তিনি।
শনিবার (২৩ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রায়পুর শহরের মাতৃছায়া প্রাইভেট হাসপাতালে অস্ত্রোপচারের (সিজারে) মাধ্যমে কাজল আক্তারের চার সন্তানের জন্ম হয়। তাদের মধ্যে দুই শিশু ছেলে ও অপর দু’জন মেয়ে।
কাজল আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের প্রবাসী জাকির হোসেনের স্ত্রী। ওই দম্পতির ৮ বছর বয়সী আরও একটি মেয়ে সন্তান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এমজেড
** ৪ কেনো ১০ সন্তান হলেও কাউকে দিতাম না
** আশঙ্কামুক্ত ৪ সন্তান জন্ম দেওয়া মা
** সুস্থ রয়েছে নবজাতকরা, মা পর্যবেক্ষণে
** লক্ষ্মীপুরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম