টাঙ্গাইল: ঢাকার ধামরাই থেকে অপহৃত দুই শিশুর গলা কাটা মরদেহ টাঙ্গাইলের মির্জাপুর থেকে উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত নিহতদের আপন চাচাতো ভাই মিল্টন মিয়া (২০) টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট সানজিদা সরোয়ারের কাছে এ জবানবন্দি দেয় সে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদকাসক্ত মিল্টন ও তার সহযোগীরা মাদকের টাকা যোগাড় করতেই ২৭ জানুয়ারি (বুধবার) চাচাতো ভাই শাকিল ও ইমরানকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। কিন্তুমুক্তিপণের টাকা না পেয়ে ও অপহৃতরা চিনে ফেলায় তাদের গলা কেটে হত্যা করে।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফীজুর রহমান বাংলানিউজকে জানান, রোববার (৩১ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থেকে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি) মিল্টনকে আটক করে। জিজ্ঞাসাবাদে মিল্টন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে গোয়েন্দা পুলিশ মিল্টনকে সোমবার সন্ধ্যায় আদালতে হাজির করলে সে স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি দেয়। জবানবন্দি শেষে আদালত তাকে জেলহাজতে পাঠিয়ে দেন।
মিল্টন ধামরাই উপজেলার চৌহাট গ্রামের তারা মিয়ার ছেলে।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএ