ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে ৩ দিনের পাখিমেলা সমাপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
নড়াইলে ৩ দিনের পাখিমেলা সমাপ্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: নড়াইলের অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে তিন দিনব্যাপী পাখিমেলা শেষ হয়েছে।

সোমবার (১ ফেব্রয়ারি) এ মেলা শেষ হয়।

এর আগে শনিবার (৩০ জানুয়ারি) এ পাখিমেলা শুরু হয়।

নড়াইলের অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব এবং ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এ পাখিমেলার আয়োজন করে।

সংশ্লিষ্টরা জানায়, প্রতি বছরের তুলনায় এ বছর অনেক বেশি পাখির আগমন ঘটেছে। তাই এ মেলার আয়োজন করা হয়েছে।

তিন দিনব্যাপী পাখিমেলায় হাজারো মানুষের পদচারণায় মুখরিত ছিল নড়াইলের অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব চত্বর।

শনিবার বিকেলে লেকপাড়ে পাখি উড়িয়ে পাখিমেলার উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতারুজ্জামান খান কবীর।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।