ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশের ছোট্ট উপহারে বড় বার্তা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
পুলিশের ছোট্ট উপহারে বড় বার্তা!

ঢাকা: পুরুষ সহকর্মীর সঙ্গে এক নারী সার্জেন্ট মোটরসাইকেলের কাগজপত্র দেখছেন। ওপারে দু’জন পুরুষ সদস্য সড়কে যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত।

এপারে থেমে থাকা ডজনখানেক মোটরসাইকেল। এক ট্রাফিক সদস্য এগিয়ে এলেন, ছোট সাদা প্যাকেট ধরিয়ে দিয়ে বিনয়ের সঙ্গে জানালেন, ট্রাফিক পশ্চিম বিভাগের পক্ষ থেকে সামান্য উপহার।

সাদা প্যাকেটের গায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো, ‘শান্তি শপথে বলীয়ান’। এর নিচে কয়েক বাক্যের একটি বার্তা।
 
‘ব্যস্ততম এই নাগরিক জীবনে একটিই প্রাপ্তি- এই শহর আমার। আমি, আপনি এই শহরের গর্বিত নাগরিক। আমরাই পারি এই শহরকে সুন্দর ও বাসযোগ্য রাখতে। আসুন, আইন মেনে চলি, অন্যকে মানতে সাহায্য করি, পুলিশের প্রতি সহযোগিতার হাত বাড়াই। ’
 
অভিনব এ কায়দায় ঢাকা মেট্রোপলিট পুলিশের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে- ডিসি ট্রাফিক, ট্রাফিক পশ্চিম বিভাগ, ডিএমপি। প্যাকেটের ভেতরে উপহার হিসেবে রয়েছে একটি চকলেটও!
 
সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেট পুলিশ বক্সের সামনে ট্রাফিক সিগন্যালে শুভেচ্ছা জানিয়ে সচেতন করার দৃশ্য দেখা যায় ট্রাফিক পুলিশ সদস্যদের। একজন মোটরসাইকেল আরোহীর ভাষ্য, এটা বড় বার্তা।
 
ঢাকা মহানগর পুলিশের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি ডিএমপি যাত্রা শুরু করে। দায়িত্ব পালনের পাশাপাশি সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি পালন করছে মহানগর পুলিশ।
 
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।