ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

আ’লীগ ৫২.২৯, বিএনপি ২৮.১৬ ও জাপা ১.৩৩ শতাংশ ভোট পেয়েছে

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
আ’লীগ ৫২.২৯, বিএনপি ২৮.১৬ ও জাপা ১.৩৩ শতাংশ ভোট পেয়েছে

ঢাকা: সম্প্রতি অনুষ্ঠিত সারাদেশের পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৫২ দশমিক ২৯ শতাংশ, বিএনপি ২৮ দশমিক ১৬ শতাংশ ও জাতীয় পার্টি ১ দশমিক ৩৩ শতাংশ ভোট পেয়েছে।
 
মাঠ পর্যায় থেকে প্রাপ্ত ফলাফল থেকে তৈরি করা নির্বাচন কমিশনের (ইসি) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

২০১৫ সালের ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের জন্য দেশের ২৩৫ পৌরসভার তফসিল ঘোষণা করে ইসি। কিন্তু এর মধ্যে ৭টি পৌরসভায় আওয়ামী লীগের ৭ জন মেয়র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে ৩০ ডিসেম্বর ২২৭ ও পরে স্থগিত ১ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
 
ইসির প্রতিবেদন থেকে জানা গেছে, ২২৮ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৬৯ লাখ ৪ হাজার ২৩১ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৫০ লাখ ৫২ হাজার ১৬০ জন। এর মধ্যে বাতিল হয়ে ৯১ হাজার ৬০৭টি ভোট, যা প্রদত্ত ভোটের ১ দশমিক ৮১ শতাংশ। অবশিষ্ট ভোট অর্থাৎ ৪৯ লাখ ৬০ হাজার ৫৫৩টি ভোট পেয়েছেন ২০টি দল ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরা।
 
প্রতিবেদনে উল্লেখ রয়েছে, আওয়ামী লীগ পেয়েছে ২৬ লাখ ৪১ হাজার ৫৭২টি ভোট, যা প্রদত্ত ভোটের ৫২ দশমিক ২৯ শতাংশ। বিএনপি পেয়েছে ১৪ লাখ ২২ হাজার ৮৯২ ভোট, যা প্রদত্ত ভোটের ২৮ দশমিক ১৬ শতাংশ। এছাড়া জাতীয় পার্টি পেয়েছে ৬৭ হাজার ৩৭৬ ভোট, যা ভোটের ১ দশমিক ৩৩ শতাংশ।
 
এছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থীরা পেয়েছেন ৭ লাখ ৪৭ হাজার ৮০২টি ভোট, যা প্রদত্ত ভোটের ১৪ দশমিক ৮০ শতাংশ। অবশিষ্ট ভোট পেয়েছে ১৭টি দল।
 
২২৮ পৌরসভার মধ্যে ১৭৭টিতে আওয়ামী লীগ, ২৩টিতে বিএনপি, ১৮টিতে বিদ্রোহী এবং ১০টিতে স্বতন্ত্র ও অন্যান্য মিলে মেয়র পদে জয়লাভ করেছে।
 
দীর্ঘ ৭ বছর পর আওয়ামী লীগ ও বিএনপি ভোটের লড়াইয়ে নামে এই পৌর নির্বাচনে। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের পর দেশের মানুষও নৌকা, ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পান। তবে নবম সংসদ নির্বাচনের চেয়ে এবার আওয়াম লীগ ৪ শতাংশ বেশি এবং বিএনপি ৪ শতাংশ কম ভোট পেয়েছে।
 
নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ৪৮ দশমিক ০৪ শতাংশ ভোট পেয়েছিলো। আর বিএনপি ৩২ দশমিক ৫০ শতাংশ ভোট পেয়েছিলো।
 
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
ইইউডি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।