ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত ছবি : প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় জুয়েল উদ্দিন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় সালা উদ্দিন (১৬) নামে অপর এক পরীক্ষার্থী আহত হয়েছে।



সোমবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জুয়েলের মৃত্যু হয়।

নিহত জুয়েল উদ্দিন চরক্লার্ক ইউনিয়নের সিরাজ উদ্দিনের ছেলে। সে লর্ড লিওনার্ড শেচায়ার উচ্চ বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করছিল।

স্থানীয়রা বাংলানিউজকে জানায়, সোমবার শুরু হওয়া এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র পরীক্ষা শেষ করে দুপুর ২টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল জুয়েল ও সালা উদ্দিন।

পথে চরবাটা-বাংলাবাজার সড়কের কচ্ছপিয়া মার্কেট এলাকায় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দু’জনেই গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় জুয়েলের মৃত্যু হয়।   

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।