ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে অপহৃত যুবক উদ্ধার, আটক ৩

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
রূপগঞ্জে অপহৃত যুবক উদ্ধার, আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে কামরুল হাসান বাবু নামে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  
 
এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে।

 
 
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাবের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার গোলজার হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  
 
উদ্ধার হওয়া কামরুল হাসান বাবু উপজেলার কর্ণগোপ এলাকার মোহাম্মদ আলী ভুঁইয়ার ছেলে।  
 
আটক ব্যক্তিরা হলেন- কর্ণগোপ এলাকার আব্দুস সামাদ প্রধানের ছেলে বিল্লাল হোসেন (৪২), মৃত হাজী আব্দুল মালেকের ছেলে ওমর আলী (৪০) ও ময়মনসিংহের গৌরিপুর থানার মাউননগর এলাকার মৃত ইসমাইল খানের ছেলে আব্দুল মজিদ খান (৪০)।  
 
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ০১ ফেব্রুয়ারি সকালে কামরুল হাসান বাবুকে কর্ণগোপ এলাকার আল আছোয়াদ রি-রোলিং মিল থেকে কৌশলে অপহরণ করা হয়। এরপর অপহৃত যুবককে কর্ণগোপ এলাকার এতিমখানা কাঠবাগানের পরিত্যক্ত জায়গায় আটকে রেখে মারধর করে অপহরণকারীরা।
 
উদ্ধার হওয়া যুবকের বাবা মোহাম্মদ আলী ভুইয়া র‌্যাব-১১ এ লিখিতভাবে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে রাতে র‌্যাবের ডিএডি শহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে কামরুল হাসান বাবুকে উদ্ধার করেন।  
 
এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।