ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক আটকা, যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
নওগাঁয় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক আটকা, যোগাযোগ বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার মহাদেবপুর-নিয়ামতপুর সড়কে আত্রাই নদীর উপর নির্মিত বেইলি ব্রিজের ‍পাতাটন ভেঙে একটি ট্রাক আটকা পড়েছে। এতে ওই ব্রিজ দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।



মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে জেলা শহরের সঙ্গে নিয়ামতপুর ও পোরশা উপজেলার সড়কপথে যোগাযোগ বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, সকালে নিয়ামতপুর থেকে মহাদেবপুরগামী একটি পাথর বোঝাই ট্রাক ব্রিজটি পার হতে গেলে লোহার পাতাটন ভেঙে আটকে যায়। এতে ওই ব্রিজ দিয়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক বাংলানিউজকে জানান, ব্রিজের পাটাতন ভেঙে আটকে পড়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। সন্ধ্যা ৭টা নাগাদ ওই সড়কের যোগাযোগ ব্যবস্থা সচল হবে বলে।

এদিকে, ওই ব্রিজ দিয়ে চলাচল বন্ধ থাকায় ব্রিজের উভয়পাড়ে শত শত যানবাহন আটকা পড়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।