ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাকিস্তানের হাইকমিশনারকে তলব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
পাকিস্তানের হাইকমিশনারকে তলব

ঢাকা: পাকিস্তানে বাংলাদেশ মিশনে কর্মরত কর্মীর নিখোঁজ হওয়ার বিষয়ে জানতে চেয়ে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সুজা আলমকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলবে করে এ বিষয়ে জানতে চাওয়া হয়।



সূত্র বলছে, সোমবার বিকেলে ঢাকার গুলশান এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করায় আবরার হোসেন খান নামে পাকিস্তান হাইকমিশনের এক কর্মীকে আটক করে পুলিশ। যদিও কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনার কিছুক্ষণের মধ্যে অর্থাৎ ওইদিন বিকেল ৫টার দিকে পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের প্রেস শাখার কর্মী মো. জাহাঙ্গীর হোসেন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।

এরপর নিখোঁজ হওয়ার প্রায় ৬ ঘণ্টা পর রাত ১টার দিকে বাসায় ফেরেন বাংলাদেশ হাইকমিশনের ওই কর্মী।

এ বিষয়ে জানতে মঙ্গলবার দুপুরে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হলে তার কাছে বাংলাদেশ হাইকমিশনের কর্মী জাহাঙ্গীর হোসেন নিখোঁজ হওয়ার বিষয়ে জানতে চান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খোরশেদ ‍আলম। এ সময় মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কন্স্যুলার) মিজানুর রহমানও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইসলামাবাদের সঙ্গে কথা বলে এবং পরিস্থিতির বিস্তারিত জেনে ঢাকাকে জানাবেন বলে কথা দিয়েছেন হাইকমিশনার সুজা আলম।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেন জানান, বাংলাদেশ হাইকমিশনের প্রেস শাখার কর্মী মো. জাহাঙ্গীর হোসেন দাপ্তরিক কাজ শেষ করে প্রতিদিনের মতো সোমবারও তার মেয়েকে কোচিং সেন্টারে থেকে আনতে যান।

‘কিন্তু নির্ধারিত সময়ে তিনি সেখানে না যাওয়ায় জাহাঙ্গীরের মেয়ে বাসায় ফোন করে। এরপর তাকে পাওয়া যাচ্ছিলও না। তার মোবাইলও বন্ধ পাওয়া যায়। কিন্তু রাত ১টার দিকে বাসায় ফেরেন তিনি,’ বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬, আপডেট: ১৫৪১ ঘণ্টা
জেপি/এমএ

** পাকিস্তান হাইকমিশন কর্মী আটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।