ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেরপুরে উদ্ধারকৃত অস্ত্র ভারতীয় বিছিন্নতাবাদীদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
শেরপুরে উদ্ধারকৃত অস্ত্র ভারতীয় বিছিন্নতাবাদীদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ঢাকা: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় উদ্ধারকৃত অস্ত্র ভারতীয় বিছিন্নতাবাদীদের বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, এ অস্ত্র আগের সরকারের (বিএনপি) সময় আনা হয়েছিলো।

বর্তমান সরকারের সঙ্গে ভারতীয় বিছিন্নতাবাদীদের কোনো সম্পর্ক নেই।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু শেরপুরের ঘটনা নয়। সিলেট অঞ্চলে যেসব অস্ত্র উদ্ধার হয়েছে এটি তারই অংশ। সেগুলোরই একটা চিহ্ন দেখা গেছে। আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীকে পৃষ্ঠপোষকতা দেই না।

তিনি বলেন, আগের কিছু বিচ্ছিন্নতাবাদী আছে তা নির্মূল করছি। আমরা বিচ্ছিন্নতাবাদীদের আটক করে তাদের (ভারত) কাছে পৌঁছে দিচ্ছি।

এদিকে, পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তাকে আটকের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি বিষয়টি জেনে জানাব।

বাংলাদেশে পাকিস্তানি হাইকমিশনের প্রেস শাখার কর্মী মো. জাহাঙ্গীর হোসেনকে আটক করে পুলিশ টাকা দাবি করেছিলো- এমন অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬/আপডেট: ১৭২৪ ঘণ্টা
এসএমএ/ওএইচ/এমজেএফ/

** সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।