পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে (১৫) যৌন নিপীড়নের অভিযোগে দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় সাফা বাজারে মিছিল শেষে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, সাফা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল, ম্যানেজিং কমিটির সদস্য হাফিজুর রহমান প্রমুখ।
সূত্র জানায়, সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সাফা বাজারের সনিয়া আক্তার নামে এক মাদ্রাসাছাত্রী তার বাসায় কৌশলে ওই স্কুলছাত্রীকে ডেকে নিয়ে যায়। একই সময় ধানীসাফা গ্রামের রনি মল্লিক (২০) দুই বন্ধুসহ সনিয়ার বাসায় যান।
সে সময় সানিয়ার বাড়িতে কেউ না থাকার সুযোগে রনি ওই ছাত্রীকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন। মেয়েটি চিৎকার করলে রনি, তার সহযোগী সুজন মল্লিক (২০) ও ইমরান হাওলাদার (২২) মেয়েটিকে মারধর করেন। পরে স্থানীয়রা এসে মেয়েটিকে উদ্ধার করেন।
এ ঘটনায় রাতেই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রনিসহ চার জনকে আসামি করে থানায় মামলা করেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসআর