ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর সীমান্ত থেকে সেলিম (২৭) নামে বাংলাদেশি এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক ১৯০/২ এস পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।



এ ঘটনার পর সেলিমকে ফেরত আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চিঠি দিলেও কোনো সাড়া দেয়নি বিএসএফ।

সেলিম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের ফজলুর রহমান ফজলুর ছেলে।

বিজিবি সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ওই সীমান্তে ঘাস কাঁটতে যান সেলিম। এ সময় বিএসএফ ৪০ পিয়াজবাড়ি ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যান।

পরে ৪৩ বিজিবি ব্যাটালিয়নের বিলভাতিয়া সীমান্ত ফাঁড়ির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

নওগাঁর ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বাংলানিউজকে জানান, আটক সেলিম সীমান্তের নো ম্যানস ল্যান্ডে কাজ করছিলেন। তাকে ফেরত চেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।