নড়াইল: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে নড়াইলে মুক্তিযোদ্ধাসহ নিরীহ মানুষ হত্যাকারী জল্লাদ ওমর আলী শেখকে (৬০) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে বরাশুলা থেকে তাকে আটক করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মুক্তিযুদ্ধ চলাকালীন নড়াইল সদরের কমান্ডার অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ বাংলানিউজকে বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের ধরে এনে নড়াইল আদালত চত্বরের পাশে চিত্রা নদীর লঞ্চঘাটে হত্যা করা হতো। নড়াইলের বরাশুলার ওমর শেখ জল্লাদ হিসেবে মুক্তিযোদ্ধাসহ নিরীহ মানুষকে হত্যা করে চিত্রা নদীতে ফেলে দিতেন। আটককৃত ওমরের যথাযথ বিচার দাবি করছি।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
পিসি