জাতীয় সংসদ ভবন থেকে: পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, সম্পর্কের টানাপোড়েন কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। টানাপোড়েন হলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে- এমন নয়।
পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আমরা আপাতত কিছু করতে চাচ্ছি না বলেও সংসদকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে বগুড়ার সংসদ সদস্য আব্দুল মান্নানের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্কটা আমাদের জন্য জরুরি কি না?- এমন প্রশ্ন করেন আব্দুল মান্নান।
মন্ত্রী বলেন, জাতীয় স্বার্থকে মাথায় রাখতে হবে। সে কথা চিন্তা করেই আমরা বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক সর্ম্পক মূল্যায়ন ও পদক্ষেপ নিয়ে থাকি। পাকিস্তানের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসএম/এমজেএফ/এমজেএফ
** দেশে কারাগারে বন্দির সংখ্যা ৬৯ হাজার
** পাকিস্তান বরাবর হতাশ করেছে