চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি কৃষক সেলিমকে (২৭) ভারতীয় পুলিশে সোপর্দ করা হয়েছে।
ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের দায়ে তাকে ভারতীয় পুলিশের হাতে তুলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকে এ তথ্য জানিয়েছে বিএসএফ।
এরআগে দুপুর সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক ১৯০/২ এস পিলারের কাছ থেকে ঘাস কাটার সময় সেলিমকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৪০ পিয়াজবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শ্রী চরণ জিৎ ও বিজিবির পক্ষে নেতৃত্ব দেন শিয়ালমারা বিজিবির কমান্ডার সুবেদার মোতালেব মিয়া।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসআর
** বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ