ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ভুয়া মেজর আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
আশুলিয়ায় ভুয়া মেজর আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া: ঢাকার আশুলিয়া থেকে সোহেল নামে এক ভুয়া মেজরকে আটক করেছে সাভার ক্যান্টনমেন্টের সেনা সদস্যরা।

মঙ্গলবার (০২  ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি দোকান থেকে তাকে আটক করা হয়।

পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে সেনা সদস্যরা।

আটক সোহেল চট্টগ্রাম কোতয়ালি থানার নালপাড়া এলাকার মৃত মনির হোসেনের ছেলে। তিনি রাজধানীর মিরপুর পাইকপাড়া এলাকায় বসবাস করেন।

এ বিষয়ে মেসার্স তাঁজ সেনেটারী দোকানের কর্মচারীরা বাংলানিউজকে জানান, সোহেল নিজেকে সাভার ক্যান্টনমেন্টে কর্মরত মেজর পরিচয় দিয়ে বাইপাইল এলাকায় সেনেটারি মালামাল কিনতে যান। এ সময় তিনি দোকানদারকে প্রায় ২৬ হাজার টাকার মালামাল বাকিতে নেয়ার প্রস্তাব দেন।

সোহেলকে সন্দেহজনক মনে হলে বিষয়টি নবীনগর সেনাবাহিনীর চেকপোস্টে জানান ওই ব্যবসায়ী। পরে দায়িত্বরত সার্জেন্ট সাইদুর আলম ঘটনাস্থলে পৌঁছে সোহেলকে আটক করে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলানিউজকে বলেন, ভুয়া মেজর সেজে প্রতারক সোহেল আশুলিয়ার বিভিন্ন দোকান থেকে সেনেটারি মালামাল বাকিতে নিয়ে আত্মগোপন করতেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২,২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।