রাজশাহী: সীমান্ত ঘেঁষা বিভাগীয় শহর রাজশাহীকে মাদক ও চোরাচালান মুক্তসহ নির্ভিজাল রাখার ঘোষণা দিয়েছেন সদ্য যোগদানকারী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন।
একই সঙ্গে শিক্ষানগরী খ্যাত রাজশাহীর সাবির্ক উন্নয়নে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত রাজশাহীতে কর্মরত গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময়কালে রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন বলেন, গণমাধ্যম হলো দেশের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি। তাই রাজশাহীর বিভিন্ন উন্নয়নশীল কাজ করার লক্ষ্যে সবার আগে গণমাধ্যম প্রতিনিধিদের তিনি তার পাশে চান। এজন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন- রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আতাউল গনি, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি মোমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুল হাসান লিটন, আরইউজে’র সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসএস/বিএস