কক্সবাজার: বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল থেকে ৭ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ ৭ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)। এসময় পাচারে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়।
বুধবার (৩ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে কক্সবাজারের কলাতলী পয়েন্টের গভীর সমুদ্র থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন, ইয়াবার মালিক দক্ষিণ কলাতলীর ফজল হকের পুত্র মো. রশিদ (২৮), বহনকারী মায়ানমার মংডু সুতাহারা এলাকার মো. ইউনুছের পুত্র মো. জোবায়ের (৪২), উখিয়া উপজেলার সোনারপাড়া এলাকার আব্দুল্লাহ’র পুত্র মো. আব্দুর রহিম (১৮), একই এলাকার জহির আলমের পুত্র মো. আশেক উল্যাহ (১৯), উখিয়ার পশ্চিম সোনাইছড়ি এলাকার আলী আহমদের পুত্র সামসুল আলম (২৫), সোনাইছড়ি জালিয়াপালং এলাকার ফরিদ আলমের পুত্র মো. হাসান (২০) ও একই এলাকার নজির আহম্মদের পুত্র মো. ইউনুছ (৫৫)।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন বাংলানিউজকে জানান, এফবি মায়ের দোয়া নামে একটি ফিশিং ট্রলারে সাগর পথে ইয়াবার একটি বড় চালান যাওয়ার গোপন খবর পেয়ে গভীর সমুদ্রে অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ট্রলারটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি আটক করা হয়।
এসময় ট্রলারে তল্লাশি চালিয়ে ৭ লাখ পিস ইয়াবাসহ বহনকারী ওই ট্রলারের ৬ জেলেকে আটক করা হয়। তাদেরকে বিভিন্ন কৌশলে একাধিকবার জিজ্ঞাসাবাদ করলে ইয়াবার মালিকের সন্ধান দেয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী দক্ষিণ কলাতলীতে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী মো. রশিদকে আটক করা হয়। ওই সময় তার রুম থেকে ৩০ হাজার পিস ইয়াবাও উদ্ধার করা হয়।
তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬/আপডেটেড-১৬২৭ ঘণ্টা
টিটি/আইএসএ/টিসি