ঢাকা: রাজধানীর উত্তরায় একটি ট্রাক থেকে মাল নামানোর সময় এসিড দগ্ধ হয়েছেন ইদ্রিস আলী (৪৫) নামে এক দিনমজুর।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উত্তরার বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান দগ্ধ ইদ্রিস আলীর সহকর্মীরা। ইদ্রিসের গ্রামের বাড়ি পটুয়াখালীর সদরে।
তার সহকর্মীরা বাংলানিউজকে জানান, রাজধানীর চাঁনখারপুলের যক্ষ্মা হাসপাতাল ভেঙে ফেলায় সেখানকার কিছু মাল ট্রাকে করে উত্তরার বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে আনা হয়। পরে সেখান থেকে মাথায় করে মাল নামানোর সময় বোতল ভেঙে এসিডে ইদ্রিস আলীর ঘার, গলা, বুক ও পেটের কিছু অংশ মরাত্মকভাবে দগ্ধ হয়।
ইদ্রিস আলীর শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে বলেও জানান ঢকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এজেডএস/আরএইএস/টিআই