ঢাকা: ৬ ফেব্রুয়ারি ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছে সামাজিক সংগঠন ‘পরিবর্তন চাই’।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’ ২০১৬ এর প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এমন আহ্বান জানান সংগঠনটির চেয়ারম্যান ফিদা হক।
২০১৬ সালে বড় পরিসরে পরিষ্কার অভিযান আয়োজনের পরিকল্পনা রয়েছে জানিয়ে ফিদা হক বলেন, অভিযানের অংশ হিসাবে সারাদেশে নতুন করে ১ হাজার ডাস্টবিন বসানো হবে। এবার সারাদেশের ৬৪ জেলায় ‘পরিবর্তন চাই’ এর উদ্যোগে এ অভিযান পরিচালিত হবে।
সংবাদ সম্মেলনে অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, প্রতিবছরের একটি দিন কেন? আমরা প্রতি মাসের একটি দিন এ দিবস হিসেবে পালন করতে পারি। দেশটাকে পরিষ্কার রাখা নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব। ক্রমবর্ধমান উন্নয়নের সঙ্গে তাল রেখে দেশকে আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে।
এ অভিযানে এক লাখ ভলান্টিয়ার একসঙ্গে কাজ করবেন। প্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যেই সিলেট, রাজশাহী ও চট্রগ্রামে ‘দেশটাকে পরিষ্কার করি’ অভিযান পরিচালনা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এইচআর/জেডএস