লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জহুরুল হক (২৮) নামে বাংলাদেশি এক কৃষক আহত হয়েছেন।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার গোতামারীর কুমারখোড়া সীমান্তের ৯০২নং মেইন পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জহুরুল বর্তমান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গোতামারী ইউনিয়নের ভূটিয়ামঙ্গল গ্রামের ধনরুদ্দিনের ছেলে।
হাতীবান্ধার দইখাওয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের কোম্পানি কমান্ডার শংকর চন্দ্র দেব বাংলানিউজকে জানান, সকালে সীমান্তের ৯০২নং মেইন পিলারের কাছে জমিতে চাষ করতে যান জহুরুল। এ সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করে। এতে পায়ে গুলিবিদ্ধ হন তিনি।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতি বাংলানিউজকে বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে কি কারণে গুলি করা হয়েছে তা জানতে পারিনি। বিষয়টি তদন্তের জন্য বিজিবির কমিটি করা হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসআর/