রাজশাহী: রাজশাহীতে এক শহীদ মুক্তিযোদ্ধার সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। মহানগরীর রামচন্দ্রপুর মৌজার বাসার রোড এলাকার আড়াই বিঘার ওই সম্পত্তি প্রভাবশালীরা দখলের চেষ্টা চালাচ্ছে।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) কার্যালয়ে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ওই মুক্তিযোদ্ধার ছেলে হাসিনুর রহমান।
সংবাদ সম্মেলনে হাসিনুর রহমান অভিযোগ করেন, তার বাবা শহীদ মুক্তিযোদ্ধা সইজুদ্দিন শেখের আড়াই বিঘা জমি তারা তিন ভাই ভোগ দখল করে আসছিলেন। হঠাৎ করেই গত জানুয়ারির শেষ সপ্তাহে নাটোরের সিংড়া এলাকার জয়েদ আলী ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সেই জাল দলিলের মাধ্যমে তাদের সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা করছে।
সেখানে তারা ইট বালু ফেলা হয়েছে। এ নিয়ে তারা আদালতে মামলাও করেছেন। কিন্তু জালিয়াতির মাধ্যমে তাদের ভূমিহীন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে শহীদ মুক্তিযোদ্ধার অপর দুই সন্তান হাইউল হক, আল-কাদরিয়াও উপস্থিত ছিলেন।
এদিকে মামলা দায়েরের পরও এ নিয়ে প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা শঙ্কায় রয়েছেন।
রাজশাহী জেলা যুগ্ম জজ (১ নম্বর) আদালতে দায়ের করা মামলায় জায়েদ আলী, আব্দুর রউফসহ ৮ জনকে বিবাদী করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসএস/এএ