লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শিবপুর গ্রামে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের মালিক।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে পুকুরের মালিক সালাহ উদ্দিন রায়পুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। এর আগে, মঙ্গলবার (২ জানুয়ারি) রাতের কোনো এক সময় পুকুরে বিষয় দেয় দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামে সালাহ উদ্দিন তার পুকুরে মাছ চাষ করে আসছেন। রাতে পুকুরে বিষ ঢেলে দেয় দুর্বৃত্তরা। সকালে লোকজন পুকুরে রুই, কাতলসহ বিভিন্ন মাছ মরে ভেসে উঠতে দেখেন।
ক্ষতিগ্রস্ত সালাহ উদ্দিনের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় শাকিল ও হোসেন মৃধা পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করে থাকতে পারে। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বাংলানিউজকে বলেন, পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এমজেড