ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৩ বছর পূর্তিতে গণজাগরণের দু’দিনব্যাপী কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
৩ বছর পূর্তিতে গণজাগরণের দু’দিনব্যাপী কর্মসূচি

ঢাকা: তিন বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৫ ফেব্রুয়ারি (শুক্রবার) বেলা আড়াইটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘রঙ তুলিতে স্বপ্নের বাংলাদেশ, বিকেল ৪টায় সারাদেশে গণজাগরণ দিবসের র‌্যালি ‘জাগরণ যাত্রা’, বিকাল ৫টায় স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ‘স্মৃতিতে জাগরণ’ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।



৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় রয়েছে ‘মুক্তিযুদ্ধের চেতনার বৈষম্যহীন বাংলাদেশ: কোন পথে আমরা’ শীর্ষক আলোচা সভা এবং সন্ধ্যা ৬টায় চলচ্চিত্র প্রদর্শনী ও শাহবাগের গান।

বুধবার (৩ ফেব্রুয়ারি) এক মোবাইল মেসেজে গণজাগরণের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে ঝোলানোর দাবিতে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে ওই ফাঁসি কার্যকরও হয়। বর্তমানে গণজাগরণ মঞ্চ সব রাজাকারকে ফাঁসিতে ঝোলানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।