ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে স্ত্রী নির্যাতন মামলায় স্বামীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
চাঁদপুরে স্ত্রী নির্যাতন মামলায় স্বামীর কারাদণ্ড ছবি : প্রতীকী

চাঁদপুর: চাঁদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় মনু মিয়া মাঝি (৩৫) নামে এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।



বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রমনী রঞ্জন চাকমা এই রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত মনু মিয়া সদর উপজেলার ইব্রাহীমপুর এলাকার মৃত আরশাদ মাঝির ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে ২০১১ সালের ১১ নভেম্বর রাত ১২টার দিকে মনু মিয়া তার স্ত্রী আয়শা বেগমকে (২০) পিটিয়ে জখম করেন। এ ঘটনায় ২৫ নভেম্বর মনু মাঝিকে আসামি করে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন আয়শা বেগমের বাবা ওসমান মিজি। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা চৌধুরী তদন্ত শেষে মনুর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।

দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মনু মিয়াকে কারা ও অর্থদণ্ডাদেশ দেন আদালত।
 
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হাবিবুর রহমান তালুকদার। তার সহকারী হিসেবে ছিলেন এপিপি জসিম উদ্দিন ভূঁইয়া। আসামি পক্ষের আইনজীবির নাম জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।