নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদকের টাকা না পেয়ে মা-বাবাকে মারধর করেছে হাসান (২৪) নামে এক যুবক। এ ঘটনায় তাকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত হাসান উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে।
আবুল কাশেম বাংলানিউজকে বলেন, ছেলেকে মাদকের নেশা থেকে ফিরিয়ে আনার জন্য এ পর্যন্ত ১০ লাখ টাকা ব্যয় করেছেন তারা। এরপরও সে নেশার জগৎ থেকে ফিরে আসেনি।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) রাতে হাসান নেশার টাকার জন্য তার মা জাহানারা বেগম এবং তাকে ব্যাপক মারধর করে। এ সময় হাসান ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে ঘরে আগুন ধরিয়ে দেয়। বাড়ির লোকজনের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়।
বুধবার সকালে স্থানীয়দের সহযোগিতায় হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, মাদকাসক্ত যুবক হাসানকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এমজেড