ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
হোসেনপুরে স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর মারধরে নূরুন্নাহার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



নূরুন্নাহার উপজেলার টানসিদলা গ্রামের সুশেল মিয়ার স্ত্রী।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু মোল্লা বাংলানিউজকে জানান, মঙ্গলবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় সুশেল ক্ষিপ্ত হয়ে নূরুন্নাহারকে মারধর করেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে নূরুন্নাহারের শারীরিক অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার বিকেলে নূরুন্নাহার ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এএটি/‍এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।