জাতীয় সংসদ ভবন থেকে: পায়রা বন্দর প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ভূমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় বিধান প্রণয়নে পায়রা বন্দর প্রকল্প (ভূমি অধিগ্রহণ) আইন-২০১৬ নামে একটি বিল উত্থাপিত হয়েছে সংসদে। বিলে ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণের অর্থ ৬০ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কমিশনার অফিসে প্রকাশ্যে তুলে দেওয়ার বিধান রাখা হয়েছে।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বিলটি উত্থাপন করেন।
ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে চলা সংসদ অধিবেশনে বিলটি উত্থাপনের পর অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল অধ্যাদেশ, ১৯৮২ (২ নং অধ্যাদেশ) মোতাবেক দেশে প্রচলিত ভূমি অধিগ্রহণ ও হুকুম দখলের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। কিন্তু বর্ণিত আইনে অধিগ্রহণের জন্য ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক ক্ষতিপূরণ নির্ধারণের পর কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হলে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করার বিধান নেই বিধায় ওই বিধান অন্তর্ভুক্ত করে প্রস্তাবিত আইন প্রণয়ন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসএম/এসকে/এমজেএফ