ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২০১৯ সালের মধ্যে প্রবৃদ্ধিতে দ্বিতীয় হবে বাংলাদেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
২০১৯ সালের মধ্যে প্রবৃদ্ধিতে দ্বিতীয় হবে বাংলাদেশ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

টাঙ্গাইল: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বিশ্বের অর্থনৈতিক জরিপে বলা হচ্ছে, ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ।

তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপট বদলে যাচ্ছে।

বাংলাদেশকে এখন বিশ্বের হিসাবের খাতায় নিতে হয়। প্রতিবেশী রাষ্ট্র ও বিশ্বের উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশকে মূল্যায়ন করে।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের নাগরপুরে পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে পরীক্ষামূলক ভাতা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশে মাথাপিছু আয় ছিল ৫৪৩ মার্কিন ডলার। আর এই সরকারের দুই মেয়াদে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩১৪ মার্কিন ডলারে।

ডাক বিভাগ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ডাক বিভাগকে আধুনিকীকরণ করা হচ্ছে। ডাক বিভাগ তার ঐতিহ্য ধরে রাখবে সেই সঙ্গে ডিজিটাল সেবাও দিবে।

জেলা প্রশাসক মাহবুব হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব গাজী মোহাম্মদ নুরুল কবির, ডাক অধিদপ্তরের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহা, সমাজকল্যাণ অধিদপ্তরের অতিরিক্ত সচিব (প্রশাসন) খন্দকার আতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুসাইন।

অনুষ্ঠানে ২০ জনকে বয়স্ক ও ২০ জন শারীরিক প্রতিবন্ধীকে ভাতা তোলার ক্যাশ কার্ড দেওয়া হয়। পরে প্রতিমন্ত্রী নাগরপুর উপজেলা ডাকঘর পুনঃসংস্কার কাজের উদ্বোধন বলেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬    
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।