চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলাধীন তীরচর এলাকায় হাইওয়ে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকায় দুই পাচারকারীকে আটক করা হয়।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার ও আটক করা হয়।
আটকরা হলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার ২৩ নম্বর হাজী এম সার্কেল এলাকার মৃত হাজী বারী ভূঁইয়ার ছেলে ফারুক হোসেন (২০) ও প্রাইভেটকার চালক একই উপজেলার মিনারবাড়ি গ্রামের মজিবুর রহমান (৫১)।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (সার্জেন্ট) মনিরুজ্জামান জানান, চেকপোস্টে অভিযান চলাকালে ঢাকাগামী সাদা রঙয়ের একটি প্রাইভেটকার তল্লাশি করেন। এ সময় গাড়ির পেছনের গ্যাস সিলিন্ডারে কৌশলে লুকিয়ে রাখা ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে চালক ও তার সহযোগীকে আটক করা হয়।
এদিকে, হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, একই অভিযানে ঢাকাগামী সিডিএম পরিবহনের বাসে তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ মোফাজ্জলকে আটক করা হয়।
এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চান্দিনা থানায় পৃথক দুই মামলা করা হবে।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এএটি/এসআর