ঢাকা: রাজধানীর মিরপুর-১ নম্বর গুদারাঘাট এলাকায় চুলার আগুনে দগ্ধ হয়েছেন বাবুল মাতুব্বর (৪৫) নামে এক চা দোকানি।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের চুলার আগুনে দগ্ধ হন বাবুল মাতুব্বর। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বাবুলের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে বাবুল মাতুব্বরের ছেলে মো. রাজু বাংলানিউজকে অভিযোগ করেছেন, দোকানে চাঁদা নিতে গিয়ে মিরপুর শাহ আলী থানার কয়েকজন পুলিশ সদস্য তাদের দোকানে কেরোসিনের চুলায় লাঠি দিয়ে আঘাত করে। এসময় কেরোসিনের স্টোভের আগুন বাবুলের শরীরে ধরে যায়।
‘তারা বাবাকে বলেন- ফুটপাতে দোকান করিস, টাকা দ্যাস ক্যান? টাকা দে-বলেই স্টোভের আগুনে লাঠি দিয়ে আঘাত করে। আর তখন আগুন স্টোভের কাছে থাকা বাবার শরীরে ধরে যায়,’ কান্নাজড়িত কণ্ঠে বলেন রাজু।
তবে চাঁদার বিষয়টি অস্বীকার করেছেন শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল।
বাংলানিউজকে তিনি বলেন, পুলিশের সোর্স দেলোয়ার ওই চায়ের দোকানে গেলে তাকে দেখে দোকানি বাবুল পালানোর চেষ্টা করে। এ সময় চুলায় পড়ে তার শরীরে আগুন ধরে যায়।
‘আসল ঘটনা কী তা জানতে আমরা দেলোয়ারকে খুঁজছি। মামলা হলে তাকে আটক করা হবে,’ বলেন ওসি শাহীন মণ্ডল।
বাংলাদেশ সময়: ০০৪২ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এজেডএস/ইইউডি/এমএ