ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে পিস্তলসহ আটক ২

স্টাফ করেসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
ফেনীতে পিস্তলসহ আটক ২

ফেনী: ফেনীতে বিদেশি পিস্তলসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (০৩ ফেব্রুয়ারি)  রাত ৯টার দিকে শহরের বারাহীপুর এলাকার কাজী আমির হোসেনের বাড়ি থেকে তাদের আটক করা হয় ৷

আটকরা হলেন- মো. মোবারক হোসেন সোহাগ (২৩) ও মো. আব্দুল্লহ রিয়াদ।



র‌্যাব-৭ (সিপিসি-১) ফেনী ক্যাম্পের পরিচালক শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন৷

তিনি  জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বারাহিপুর এলাকার কাজী আমির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ওই বাড়ির একটি কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়।

আটক মো. মোবারক হোসেন সোহাগ ফেনী পৌরসভার বারাহীপুর এলাকার কাজী আমির হোসেনের ছেলে ও মো. আব্দুল্লাহ রিয়াদ একই পৌরসভার গুদাম কোয়ার্টার এলাকার মৃধাবাড়ির আব্দুল কাদেরের ছেলে ৷

র‌্যাব জানায়, আটক আসামিরা গত ১ ফেব্রুয়ারি শহরের গোডাউন কোয়ার্টার এলাকায় সাড়ে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত। তারা দীর্ঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।