ঢাকা: রাজধানীর মিরপুর-১৪ নম্বরে বটি দিয়ে মাহমুদা বেগম (৩৮) নামে এক গৃহবধূ গলা কেটে আত্মহত্যা করেছেন।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে মিরপুর-১৪ নম্বর পুলিশ লাইন সংলগ্ন ১৪/২ নম্বর ছয়তলা বাড়ির ৫তলায় এ ঘটনা ঘটে।
নিহত মাহমুদা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মচারী জহির উদ্দিনের স্ত্রী।
জহির উদ্দিন জানান, তার স্ত্রীকে পাশের ফ্ল্যাটের এক বখাটে প্রায়ই উত্যক্ত করতো। এ নিয়ে মাহমুদা বেশ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
‘এ ঘটনার জের ধরেই রাত ১২টার দিকে রান্না ঘরে বটি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালাতে পারেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন,’ দাবি করেন তিনি।
তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী ছোটখাটা মারি এলাকায় বলে জানিয়েছেন জহির।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এজডএস/এমএ/