ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নকলে সহায়তা করায় শিক্ষককে জরিমানা

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
নকলে সহায়তা করায় শিক্ষককে জরিমানা

বরিশাল: বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীকে নকলে সহায়তা করায় এক শিক্ষককে ৫ হাজার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজিম-উর রহমান পরিচালিত আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।



এর আগে এসএসসি পরীক্ষা কেন্দ্র উলানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করে হিজলা উপজেলার পিএন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান ঘরামী একছাত্রকে নকল দেওয়ার সময় হাতেনাতে আটক হন।

পরে কক্ষ পরিদর্শক উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা নুরুল ইসলাম কামাল তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

বাংলাদেশ সময়: ০২২০ ঘন্টা, ফেব্রুয়ারী ৩, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।