চান্দিনা (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বিয়ের গাড়িসহ যানবাহনে ডাকাতির ঘটনায় একটি মামলা করা হয়েছে।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) রাতে কনের বড় ভাই হারুনুর রশিদ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলাটি করেন।
মামলা দায়েরের বিষয়টি স্বীকার করেছেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি গ্রামের আব্দুল লতিফ মাস্টারের ছেলে হারুনুর রশিদ।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বাংলানিউজকে জানান, কনের বড়ভাই বাদী হয়ে মামলা করেছেন। জড়িতদের গ্রেফতারে দ্রুত চেষ্টা চলছে।
হারুনুর রশিদ জানান, মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে তার বোনের বিয়ে হয়। এরপর সেখান থেকে গ্রামের উদ্দেশে রওনা দেন তারা।
‘কিন্তু পথে রাত অানুমানিক দেড়টার দিকে চান্দিনা সাহাপাড়া ব্রিজ এলাকায় ডাকাতদের কবলে পড়ে তাদের গাড়ি। এ সময় ডাকাতরা স্বর্ণারঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ’
বাংলাদেশ সময়: ০৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমএ/
জাতীয়
চান্দিনায় ডাকাতির ঘটনায় মামলা
উপজেলা করেসপন্ডেন্ট Nathaniel Gomes | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।