ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে কার্তুজসহ মিয়ানমারের জঙ্গি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
টেকনাফে কার্তুজসহ মিয়ানমারের জঙ্গি আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: টেকনাফে ৮০ রাউন্ড শর্টগানের তাজা গুলিসহ  মিয়ানমারের মোহাম্মদ সালাম (৪০ )  নামের এক জঙ্গিকে আটক করেছে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে একটি মোবাইল সেট ও বাংলাদেশি ১ হাজার ৫৬০ টাকা উদ্ধার করা হয়।

এ ছাড়া উর্দু ভাষায় লেখা একটি কাগজও পাওয়া গেছে।

বুধবার বিকাল সোয়া ৪টার দিকে হাবিরছড়া থেকে টেকনাফগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জঙ্গি মিয়ানমারের আকিয়াবের মংডুর খুললম গ্রামের নুরুল ইসলাম ওরফে আবদুস সালামের ছেলে।

তিনি মিয়ানমারের আরকান মুজাহেদিন জামাতে ইসলামি নামের একটি ‘মৌলবাদী’ সংগঠনের সদস্য।

বিজিবি সূত্র জানায়,  কার্তূজগুলো মিয়ানমার নিয়ে যাওয়া হচ্ছিল। আরকান মুজাহেদিন জামাতে ইসলামির নেতা মোহাম্মদ ইসমাইলের আদেশে এসব নেওয়া হচ্ছিল।

বিজিবি ২ ব্যাটলিয়নের অতিরিক্ত পরিচালক আবু রাসেল সিদ্দিকী বাংলানিউজকে জানান,  কক্সবাজার শহরের পাহাড়তলি এলাকার জনৈক কাদিরের কাছ থেকে শর্টগানের কার্তুজগুলো সংগ্রহ করা হয়।

তিনি  জানান, আটক জঙ্গির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘন্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
টিটি/এআর/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।