ঢাকা: বর্তমানে যতোই দ্বন্দ্ব থাকুক না কেন, একদিন উত্তর ও দক্ষিণ কোরিয়া ফের এক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব জুচি আইডিয়া’ নামের একটি সংগঠন।
শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে এ আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের বক্তারা।
কিম জং ইলের অনুরাগী এই সংগঠন আসলে কিমের বাবার রাজনৈতিক দর্শন, যা ‘জুচি আইডিয়া’ নামে পরিচিত, সে দর্শনে বিশ্বাস করে।
আয়োজক সংগঠনের সভাপতি কামরুল হুদা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের কারণেই দুই কোরিয়া ভাগ হয়েছে। অথচ জাপানের কাছ থেকে রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশটি স্বাধীন হয়েছিল। বর্তমানে উত্তর কোরিয়া তার নিজস্ব রাজনৈতিক ধারায় প্রতিষ্ঠিত। যার অন্যতম নীতি হচ্ছে ‘সঙ্গুন পলিটিকস’, ইংরেজিতে যা মিলিটারি ফার্স্ট বোঝায়। আর বাংলায় বলে সামরিক বাহিনীর প্রাধান্য।
কামরুল হুদা বলেন, উত্তর কোরিয়ার লোকসংখ্যা মাত্র ৩ কোটি। কিন্তু এর নিয়মিত সামরিক বাহিনী হচ্ছে সাড়ে ১২ লাখ। এরা সামরিক শক্তিতে বলীয়ান হয়েই সাম্রাজ্যবাদের হাত থেকে সার্বভৌমত্বকে টিকিয়ে রেখেছে। তবে, আশাকরি দুই কোরিয়া আবার এক হবে।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার বলেন, কোরিয়ার ইতিহাস অনেক পুরনো এবং সংগ্রামের। এই উপদ্বীপ এখন দুই রাষ্ট্রে বিভক্তি। তবে একদিন অবশ্যই দুই কোরিয়া আবার এক হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার অ্যাম্বাসেডর রাই সং হাইয়ন (RI SONG HYON), জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য খালেকুজ্জামান চৌধুরী, জাফরুল্লাহ চৌধুরী।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
ইইউডি/আরএইচ