ঢাকা: ব্লগার ও লেখক হত্যাকারীদের বিরুদ্ধে সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন টিআইবি ট্রাস্টি বোর্ডের মহাসচিব সেলিনা হোসেন।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সচেতন নাগরিক কমিটি- ইউথ এনগেজমেন্ট সাপোর্ট’ (সনাক-ইয়েস) সম্মেলনের প্যানেল আলোচনায় ‘দুর্জয় তারুণ্য ও দুর্নীতি বিরোধী আন্দোলন’ শীর্ষক বিষয়ে বক্তব্যে এ আহ্বান জানান সেলিনা হোসেন।
তিনি বলেন, যারা আমাদের ব্লগার-লেখকদের হত্যা করেছে, ভাষা আন্দোলনের প্রাণকেন্দ্র বইমেলা হামলার কেন্দ্রবিন্দু বানায়, বাংলা একাডেমি নিয়ে ষড়যন্ত্র করে অপপ্রচার চালায় তাদের বিরুদ্ধে সামাজিক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আজ সবখানে একই চিত্র, সরকারি হাসপাতাল, স্কুল-কলেজ, প্রতিষ্ঠান সবখানে দুর্নীতি। আমরা কারো মুখাপেক্ষী হয়ে থাকতে চাই না। আমরা নিজেরা ঐক্যবদ্ধ হবো। মানুষের অধিকার হরণের প্রতিবাদ করবো, সামাজিক আন্দোলনই এর একমাত্র পথ।
অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর ট্রাস্টিবোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল ‘জাগ্রত বিবেক ও দুর্নীতি বিরোধী আন্দোলন’ শীর্ষক বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ দেশ। দেশের সাধারণ মানুষের জাগ্রত বিবেকের কারণেই বিজয় লাভ করেছিলাম। তেমনিভাবে দুর্নীতির বিরুদ্ধেও আমাদের বিবেককে জাগ্রত করতে হবে।
প্যানেল আলোচনা সঞ্চালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি পঁচাত্তর সালে বঙ্গবন্ধুর দেওয়া এক ভাষণের উদ্ধৃতি দিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব দুর্নীতির বিরুদ্ধে দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। শুধু রাষ্ট্রের পক্ষে দুর্নীতি রোধ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি এ ‘ব্যাধির’ বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বলেছিলেন।
টিআইবির দুর্নীতিবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত দেশের ৪৫টি অঞ্চলের সনাক সদস্য ও স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস এবং ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইয়েস সদস্যদের অংশগ্রহণে সকাল সোয়া নয়টায় জাতীয় সংগীত এবং শপথ পাঠের মধ্য দিয়ে শুরু হয় সনাক-ইয়েস জাতীয় সম্মেলন-২০১৬।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এইচআর/জেডএস