ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত হবে ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত হবে, তাদের সন্তানরা চাকরি পাবে না, ভোটাধিকার থাকবে না। শুধু নাগরিক হিসেবে বসবাস করতে পারবে।



বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন মন্ত্রী।

বঙ্গবন্ধুসহ মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ এবং ইতিহাস বিকৃত করার প্রতিবাদে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

প্রতিবাদ সমাবেশে মোফাজ্জেমল হক বলেন, যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির পর পাকিস্তানের পার্লামেন্টে যে ভাষায় কথা বলা হয়েছিলো, এরপর খালেদা জিয়াও মুক্তিযোদ্ধাদের নিয়ে সেই ভাষায় কথা বলেছেন। খালেদা জিয়া দুই বার প্রধানমন্ত্রী ছিলেন, ১০ বছরে তিনি ২০ বার বাণী দিয়েছেন তাতে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের কথা উল্লেখ আছে। আমি ফাইল বের করে দেখেছি। এখন তিনি এই সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর কথা বলছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধে মিত্র বাহিনীর জেনারেল জ্যাকব মারা গেলে খালেদা জিয়া শোক প্রকাশ করেননি। এতে প্রমাণ হয় তিনি পাকিস্তানের পক্ষে, তিনি মুক্তিযুদ্ধ সমর্থন করেন না। যারা মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করবে তাদের বিচারের জন্য সংসদে আইন পাস হবে।

বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি লায়ন মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন এম এ করিম, চন্দন ঘোষ ও মোস্তাফিজুর রহমান সেন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসকে/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।