ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হরিণাকুন্ডুতে চরমপন্থি নেতার গলা কাটা মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
হরিণাকুন্ডুতে চরমপন্থি নেতার গলা কাটা মৃতদেহ উদ্ধার আনোয়ার হোসেন আনু

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কেছমত-ঘোড়াগাছা মাঠ থেকে  আনোয়ার হোসেন আনু (৪০) নামে এক চরমপন্থি নেতার গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



আনোয়ার হোসেন আনু ওই উপজেলার ভালকী গ্রামের জবেদ আলী মণ্ডলের ছেলে। তিনি চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বাংলানিউজকে জানান, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি আনু। অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন তার কোনো সন্ধান পায়নি। পরে বৃহস্পতিবার দুপুরে কেছমত-ঘোড়াগাছা মাঠে তার গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় ও স্বজনদের খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরো জানান, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা আনুর বিরুদ্ধে হরিণাকুন্ডু থানায় হত্যা, বিস্ফোরক ও নাশকতাসহ চারটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।