ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দশ টাকার কাজে যেন হাজার টাকা খরচ না হয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
দশ টাকার কাজে যেন হাজার টাকা খরচ না হয় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল/ফাইল ফটো

ঢাকা: পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জগণের অর্থ ব্যয়ের সময় ও প্রকল্প প্রণয়নে স্বচ্ছতা-জবাবদিহিতা বাড়াতে হবে। দশ টাকার কাজ করতে গিয়ে যেন এক হাজার টাকা খরচ না হয়।



বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর এনইসি সম্মেলন কক্ষে সরকারি ক্রয় প্রক্রিয়ায় নাগরিক সম্পৃক্ততা সৃষ্টির জন্য গঠিত সরকারি-বেসরকারি অংশীদারি কমিটির (পিপিএসসি) নবম সভায় একথা বলেন মন্ত্রী।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) বাস্তবায়নাধীন পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট (পিপিআরপি-২) এর অংশ হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়া পর্যবেক্ষণে তৃতীয় পক্ষ অর্থাৎ নাগরিকদের অন্তর্ভুক্তির উদ্দেশ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, দেশের সম্পদ উন্নয়নে কাজ করতে হবে। জনগণের অর্থ খরচ করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। সাধারণ মানুষের উন্নয়নে আমাদের দায়বদ্ধতা রয়েছে। প্রকল্প বাস্তবায়নের সময় জনগণের সঙ্গে তথ্য ও জ্ঞান শেয়ার করে এগিয়ে যাওয়া জরুরি।

তিনি আরও বলেন, আমাদের সামনে যাওয়ার জন্য নির্দেশনা দরকার। যত বেশি জনগণকে সম্পৃক্ত করতে পারবো তত বেশি আমাদের দায়বদ্ধতা বাড়বে। পাইলট প্রকল্প নেওয়ার সময় সুবিধাভোগীদের সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কতটা উপকার ও সুফল বেশি সেই সব বিষয়কে সামনে নিয়ে আলোচনা করতে হবে।

মন্ত্রী বলেন, প্রকল্প নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করে সুচিন্তিতভাবে কাজ করতে হবে। ১০ টাকার কাজে এক হাজার টাকা খরচ করলে হবে না। কোনো প্রকল্প নেওয়ার আগে প্রাপ্তি দেখতে হবে।

সভায় উপস্থিত ছিলেন, আইএমইডি সচিব শদিহ উল্লাহ খন্দকার, এলজিইডি সচিব আবদুল মালেক, পরিকল্পনা সচিব তারিক-উল ইসলামসহ সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৬০৭ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।